মাসিক হাইলাইটস
মাসিক হাইলাইটস
...................................................................
.ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা শুরু করেছে ইংল্যান্ডে। .যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী সাবেক জ্বালানিমন্ত্রী গ্রান্ট শ্যাপস । ★ দেশের সবচেয়ে বড় উড়ালসড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের দৈর্ঘ্য ৯২ কি.মি. ★কেন্দ্রিয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে- ১ হাজার ৩০৯ কোটি ডলার । ★স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন নূরজাহান মুরশিদ ★ ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ চিৎড়ি রপ্তানি করেছে ৩০ হাজার ৫৭১ মেট্রিক টন। ★ বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় প্রধান অঙ্গ ৩টি (তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন ও বিচারক)।★ এনবিআর চলতি অর্থবছরে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
★বিশ্ব চিঠি দিবস পালিত হয় ১ সেপ্টেম্বর তারিখে ★এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণে মানুষের মৃত্যু হয়েছে ৭০ লাখের বেশি। ©অমিক্রনের নতুন উপধরনের নাম ইজি ৫ ও এক্সবিবি ১.৫। © আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস), বিশ্বের ৫টি (NASA, Roscosmos, JAXA, ESA & CSA)
পৃষ্ঠা :০১
...................................................................
★সম্প্রতি আফ্রিকান ইউনিয়ন কোন দেশের সদস্যপদ স্থগিত করেছে?
=গ্যাবন
★পৃথিবীর সবচেয়ে বড় চিরহরিৎ বন আমাজন রক্ষায় জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে কোন আট দেশ?
=ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলা ।
★আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট আলী
বোঙ্গো ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে
★ আমাজন বন রক্ষায় গঠিত জোটের নাম দেওয়া হয়েছে কী?
আমাজন কো-অপারেশন ট্রিটি অর্গানাইজেশন (অ্যাকটো)
।
★বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপ বা নিষ্ক্রিয়তার ফলে প্রতিবছর বিশ্বে মানুষ মারা যায় কতসংখ্যক?
=৩২ লাখ। ©সুস্থ-সবল থাকতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে হাঁটা উচিত কত কদম? = ৫ হাজার। ★★জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন কোন নিয়ম জারি করেছে সরকার? =নতুন নিয়মে পতাকা দণ্ডের ওপর থেকে ৪ ভাগের ১ ভাগ দৈর্ঘ্যের সমান নিচে ওড়াতে হবে। .সম্প্রতি আফ্রিকার কোন দেশের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে? =সিয়েরা লিওন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরে চাঁদের বুকে অবতরণকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে কোন দেশ? - ভারত (চতুর্থ)। ★ভারতের পার্লামেন্টে সংসদ সদস্যপদ ফিরে পেলেন কে? - কংগ্রেসের সাবেক সভাপতি ও শীর্ষ নেতা রাহুল গান্ধী । ★১৯৭৬ সালের পর চাঁদের মাটিতে পানির সন্ধানে আবারও মহাকাশযান পাঠিয়েছে কোন দেশ? - রাশিয়া (লুনা-২৫)। ★চাঁদে বসতি গড়ার সম্ভাব্যতা যাচাই লক্ষ্যে উপগ্রহটিতে পানির সন্ধান চালাচ্ছে কোন কোন দেশ? =>যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়া। - সম্প্রতি কোন মহাকাশযান নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদে বিধ্বস্ত হয়েছে? -রাশিয়ান মহাকাশযান লুনা-২৫। • সংযুক্ত আরব আমিরাতের পর নির্বাচন কমিশন স্মার্ট এনআইডি দিতে চায় কোন কোন দেশের পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ১।
পৃষ্ঠা :০২
...................................................................
Labels: শিক্ষা


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home