আলাপ ব্যবহার করুন
আজকালের এই যুগে প্রবেশ করে আমরা যেমন অনেকগুলো সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছি ঠিক তেমনি ভাবে অনেকগুলো সমস্যারও সম্মুখীন হয়েছি
কেননা বেশ কয়েক বছর আগে যেখানে বাংলাদেশে কলরেটের চেয়ে কলরেট অনেকটাই বেড়ে গছে অধিক হারে।
সুখবর হলো এটাই যে এখন থেকে ৩৫পয়সা/Minuite
রেটে আপনারা সকলে কথা বলতে পারবেন।আর এই সুযোগটি এনে দিয়েছে আমাদের বাংলাদেশেরই সুনামধন্য মোবাইল ফোন কোম্পানি বিটিসিএল।যার অধীনে কাজ করছে গ্রামীনফোন, রবি,টেলিটক ও বাংলালিংকের মতো স্বনামধন্য বেশ কিছু মোবাইল কোম্পানি।
তো আজ আমরা এটাই জেনে রাখব যে কীভাবে আলাপ অ্যাপ এ রেজিষ্ট্রেশন সহ সকল কিছু করবেন এবং কথা দিলাম যে মনোযোগ দিয়ে সকল কিছু পড়ুন, আপনাকে আর দ্বিতীয়বার ইউটিউবের ভুয়া ভিডিও দেখতে হবে না এবং কিছুক্ষণের মধ্যেই আলাপ অ্যাপ এ কথা বলা শুরু করে দিন।
প্রথমেই পড়ুন ২০০১ সালের একজন সিটিসেল কোম্পানির সিম ব্যবহারকারীর গল্প(relax);"প্রথম মোবাইল কিনেছিলাম ২০০২ সালে সিটিসেল,
নাম্বার ছিলো; 011820119"
নিজের জন্য প্রথম মোবাইল কিনেছিলাম ২০০২ সালে, মোবাইল সেট ছিলো সিটিসেল মোবাইলের নীচের মডেলটা। নাম্বার ছিলো - 011820119। নাম্বারটা ছিলো পোস্ট পেইড, দাম ছিলো ১৬০০০ টাকা। এই মোবাইলে সুবিধা ছিলো; কলরেট কিছুটা কম ছিলো, সেটটা দেখতে সুন্দর ছিলো। কুমিল্লা বিশ্বরোডের ডায়না টেলিকম থেকে কিনেছিলাম। বিকাল ৩ টা থেকে অপেক্ষা করে রাত ৮ টায় মোবাইল হাতে পেলাম। মোবাইলটা হাতে পেয়ে সে কি আনন্দ 🤗🤗, নিজের মোবাইল নিজের ব্যাক্তিগত নাম্বার সব মিলে আহা সে কি উচ্ছ্বাস সে কি আনন্দ মনের মধ্যে চলিতেছিলো তখন তা বলে বুঝানো যাবেনা🤗🤗! ঐসময়ে মোবাইল কিনার পর ২৪ ঘন্টা লাগতো চালু হইতে। গ্রামীণফোন ৩৳/মিনিটেও কাজ হয়না😭
Let's go to the main point:সমস্ত পদক্ষেপ step-by-step প্রদর্শিত হবে প্রাথমিকভাবে, আপনি Google Play Store থেকে একটি অ্যাপ ডাউনলোড এবং Access করবেন। প্লে স্টোরে একবার সার্চ বারে আলাপ সার্চ করে ওপেন করুন। এটি খোলার পরে, সেখান থেকে এগিয়ে যান। তারপর, যাচাইকরণের জন্য আপনার ব্যক্তিগত ফোন নম্বর (যেমন, (017) ★★★★★89) প্রদান করুন৷
ফোন নম্বর প্রদান করে, যাচাইকরণ সম্পন্ন করা হবে
Send বোতাম টিপুন এবং আপনার নম্বরে একটি কোড পাঠানো হবে। ইন্টারফেস থেকে, কোড যাচাই করুন. এখন, আপনার NID কার্ডের প্রয়োজন হবে। পরবর্তীতে ক্লিক করুন এবং কার্ড স্ক্যান করতে আপনার ক্যামেরা ব্যবহার করুন। কার্ড জমা দিন এবং এগিয়ে যাবেন. এর পরে, জমা দেওয়ার জন্য কার্ডের বিপরীত দিকটি প্রয়োজন হবে। সাবমিট করার পর Next এ ক্লিক করুন। NID কার্ডের তথ্য প্রদর্শিত হবে। পরবর্তী বাটনে ক্লিক করুন এবং আপনার আইডি শীঘ্রই তৈরি হয়ে যাবে। পরিমাণ প্রদান করে এবং confirm বোতামে ক্লিক করে 20 টাকা দিয়ে রিচার্জ করুন। একটি ডেভেলপমেন্ট ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা আপনাকে লিখতে হবে। যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিশ্চিত বোতামে ক্লিক করুন এবং আপনার ডেভেলপমেন্ট পিন নম্বর লিখুন। নিশ্চিত করার পরে, আপনি দেখতে পাবেন যে আপনার কাছে 20 টাকা রয়েছে। আপনি যদি ফিরে যান, আপনি দেখতে পাবেন যে আপনার মায়ের অ্যাকাউন্টেও 20 টাকা রয়েছে। উপরন্তু, আপনার আসল নম্বরটি ব্যক্তিগত রেখে প্রতি মিনিটে 40 পয়সায় কল করার সুযোগ রয়েছে৷
ভেরিফিকেশন হবে ওকে এক্ষেত্রে একটা ফোন নম্বর দিয়ে দিবেন; continue বাটনে প্রেস করে দেবেন এখনই এখান থেকে হচ্ছে আমি ওকে করে দিলাম ঠিক আছে এখন আমার নাম্বারে একটা কোড চলে আসবে আমি এখন থেকে Verification এর মত ইন্টারফেস চলে আসবে এখন আপনার NID CARD লাগবে. ওকে,এখান থেকে নেক্সট এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করার পর উপরের অংশটা রয়েছে এখানে ক্যামেরায় কোন একটা ক্লিক দেওয়ার পর আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা ওপেন হয়ে যাবে এখন এনআইডি কার্ড টা স্ক্যান করে নিবো, এখন এটার উপর এটা ঠিক যেই আমার আইডি কার্ড এখান থেকে আমি সাবমিট করে দেই তারপর হচ্ছে এর আইডি কার্ডের উল্টাপাশে। এখন এখান থেকে এটা কি আমি সাবমিট করে দেই ঠিক আছে এখন আমি কি করে দিচ্ছি এখন দেখেন এনআইডি কার্ডের ইনফর্মেশন আছে সবগুলো কিন্তু চলে এসেছে
ঠিক আছে এখন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আবার নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তো কিছুক্ষণের মধ্যে আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন আমি ওকে থে প্রেস করে দিলাম এখন আমি Allow করে দিলাম Allow করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে না একটাবার ভার্চুয়াল নাম্বার এখানে শো করবে ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট Create করা হয়ে গেল. এখান থেকে 20 টাকা রিচার্জ করব তাই টুকু দিয়ে দিতে হবে দেয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এখনই এখান থেকে বিকাশ ভেরিফিকেশন কোড চলে আসবে তা এখনে বসাতে হবে ঠিক আছে আমরা ভেরিফিকেশন করে দেওয়া শেষ এখন আমরা কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন বিকাশের পিন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমার পিন নাম্বার দেওয়া শেষ এখন আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার 20 টাকা কিন্তু রিচার্জ করার শেষ এখন Back চলে আসি. তাহলে এখান থেকে কিন্তু এখানে আমি যদি আমি যাই আমার হচ্ছে মায়ের একাউন্টে তাহলে কি আমি দেখতে পারব এই যে দেখেন 20 টাকা.
Labels: টেক বার্তা


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home